রাজস্থান স্কুলগুলি ১০ থেকে ১২ ক্লাসের জন্য ২ নভেম্বর থেকে খুলতে পারে

কমপক্ষে ১০ থেকে ১২ ক্লাসের জন্য ২ নভেম্বর থেকে শুরু হতে পারে রাজস্থান স্কুলগুলি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

Written by SNS Jaipur | October 27, 2020 11:28 am

প্রতিকি ছবি (Photo: IANS)

কোভিড ১৯ মহামারী সংঘর্ষের প্রেক্ষিতে গত সাত মাস ধরে বন্ধ রয়েছে রাজস্থানের স্কুলগুলি। কমপক্ষে ১০ থেকে ১২ ক্লাসের জন্য ২ নভেম্বর থেকে শুরু হতে পারে স্কুলগুলি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

তিন দিন আগে, রাজ্য শিক্ষা বিভাগ সিনিয়র শ্রেণির জন্য ২ নভেম্বর থেকে স্কুল খোলার জন্য রাজ্য সরকারকে আগেই একটি প্রস্তাব পাঠিয়েছিল। এখন রাজ্য সরকারের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় রয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতসারা জানিয়েছেন।

প্রথম পর্বে শুধু সিনিয়র ক্লাস শুরু হবে।

তিনি বলেছেন, “একটি বিস্তারিত এসওপি তৈরি করা হয়েছে এই প্রসঙ্গে এবং পাশাপাশি রাজ্য সরকারের কাছেও প্রেরণ করা হয়েছে। আমাদের উদ্বেগ হল স্কুলগুলি কমপক্ষে ১৫০ দিনের জন্য পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করা, যা একটি একাডেমিক স্কুল অধিবেশন পরিচালনার জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা।”

এসওপিগুলিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য গাইডলাইন অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে স্কুল আসবাব, স্টেশনারি, টয়লেট, জলের ট্যাঙ্ক ইত্যাদির স্যানিটেশন, হাত ধোয়ার ব্যবস্থা, নিজের কলম, বই এবং নোটবুক ব্যবহার, ঘরে রান্না করা খাবার খাওয়া, নিজের বোতলে জল খাওয়া ইত্যাদি।