বিজেপির হাত ধরছে রাজ্ ঠাকরের এমএনএস ? জল্পনা তুঙ্গে  

Written by SNS February 7, 2024 7:31 pm

৭ ফেব্রুয়ারি – লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক নাটকের ইঙ্গিত মহারাষ্ট্রে। রাজনৈতিক মহলের জল্পনা, এরাজ্যে বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তথা এমএনএস। মঙ্গলবারই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনে যান রাজের দলের নেতারা। শোনা যাচ্ছে, আসন সমঝোতা নিয়ে সেখানে একপ্রস্থ আলোচনা হয়। বরাবরই বিজেপির কট্টর বিরোধী রাজ ঠাকরের দলকে নিয়ে এই গুঞ্জনে চাঞ্চল্যকর পরিস্থিতি  মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

মাঝে মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেও দল হিসেবে কোনও ভাবেই বিজেপিকে সমর্থন করেন না রাজ্ ঠাকরে , এ কথা আগেই স্পষ্ট করেছেন। কিন্তু এবার সেই গেরুয়া শিবিরের সঙ্গেই তাঁর জোট বাধার সম্ভাবনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। মঙ্গলবার এমএনএস নেতা বালা নন্দগাঁওকর, সন্দীপ দেশপাণ্ডে ও নীতীন সরদেশাই যান দেবেন্দ্রর কাছে। তবে এখনও আসন রফার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে দাবি। সব সিদ্ধান্ত নেওয়ার পরই ঘোষণা হতে পারে, মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের পাশাপাশি মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভায় ৪৮টি আসনের পাশাপাশি বিধানসভায় রয়েছে ২৮৮টি আসন।  জোটে রয়েছে শিব সেনার একনাথ শিণ্ডে শিবির, বিজেপি ও অজিত পওয়ারের এনসিপি। উল্লেখ্য, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি অজিতের দলকেই আসল এনসিপি বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।