আজ ইডি’তে রাহুলের হাজিরা

রাহুল গান্ধি ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ইডি দফতরে হাজিরা দেবেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস

Written by SNS Delhi | June 13, 2022 5:59 pm

শীর্ষনেতা তথা সাংসদ রাহুল গান্ধি ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ সোমবার ইডি দফতরে হাজিরা দেবেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তলব করা হয়েছে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে,এমনটাই দাবি কংগ্রেসের।

এ কথা মাথায় রেখে আজ রাহুলের হাজিরার দিন দেশজুড়ে বিক্ষোভের পথে কংগ্রেস।কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধি যখন ইডি দফতরে আধিকারিকদের মুখোমুখি হবেন,ঠিক সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে ইডি’র ২৫ টি দফতরের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেসের সমর্থকরা।সেই সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশ ইডি অফিস পর্যন্ত যাবেন।

রাহুল গান্ধির জেরা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান বিক্ষোভ করবেন। এর পাশাপাশি দিল্লিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

জুনের ২ তারিখ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে প্রথমবার ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় তিনি ইডি’র কাছে অতিরিক্ত সময় চান।

আগামী ২৩ জুন ফের সোনিয়া গান্ধিকে তলব করেছে ইডি। যদিও সোনিয়া শারীরিক অসুস্থতার কারণে রবিবারই হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুস্থ হলে ২৩ জুন তাঁরও ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ।তবে তার আগে আজ রাহুল গান্ধি ইডি’র আধিকারিকদের মুখোমুখি হচ্ছেন ।