• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

দোষারোপ মোদি-শাহকে, দাম বেড়েছে রাহুলের শেয়ারেরই

দিল্লি, ৮ জুন– লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে এক্সিট পোলের নিরিখে গোটা দেশে অভাবনীয় জয় পেয়েছিল বিজেপি সরকার৷ যা জানার পরই হু-হু গতিতে বাড়তে শুরু করেছিল শেয়ার বাজার৷ কিন্তু ফল ঘোষণা হতেই দেখা গেল বিপরীত চিত্র৷ গণনার দিন সকাল থেকেই নামতে শুরু করে শেয়ারের উর্দ্ধাঙ্ক৷ ১৫ মিনিটেই বাজার থেকে উধাও ৩১ লক্ষ কোটি টাকা৷ এরপরই কংগ্রেসের প্রাক্তন

দিল্লি, ৮ জুন– লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে এক্সিট পোলের নিরিখে গোটা দেশে অভাবনীয় জয় পেয়েছিল বিজেপি সরকার৷ যা জানার পরই হু-হু গতিতে বাড়তে শুরু করেছিল শেয়ার বাজার৷ কিন্তু ফল ঘোষণা হতেই দেখা গেল বিপরীত চিত্র৷ গণনার দিন সকাল থেকেই নামতে শুরু করে শেয়ারের উর্দ্ধাঙ্ক৷ ১৫ মিনিটেই বাজার থেকে উধাও ৩১ লক্ষ কোটি টাকা৷ এরপরই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি একে শেয়ার বাজারের বড়সড় কেলেঙ্কারি বলে অভিযোগ করেন৷ এমনকী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের নাম করে এই কেলেঙ্কারিতে লাভ তুলেছেন বলে অভিযোগ করেন৷ কিন্তু এখন দেখা যাচ্ছে অভিযোগকারী রাহুলই এই সময় সব থেকে বেশি লাভবান হয়েছেন শেয়ার বাজার থেকে৷ রাহুল গান্ধির নিজের স্টকেই বেড়েছে লাভ৷ চলতি মাসেই রাহুলের পোর্টফোলিওর দাম বেড়েছে ৩.৪৬ শতাংশ৷

তবে রাহুলের এই লাভ প্রকাশ্যে আসার পরও কংগ্রেস অবশ্য এখনও এক্সিট পোল কেলেঙ্কারি নিয়ে সরব৷ যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করার যে দাবি কংগ্রেসের তরফে আনা হয়েছিল, সেই দাবি থেকে এখনও সরছে না হাত শিবির৷

মোদি-শাহর শেয়ার-মন্তব্য ও এগজিট পোল-এর ‘প্রভাবে’ শেয়ার বাজারের উত্থান এবং প্রকৃত ফল প্রকাশের পর রেকর্ড পতনে ‘চক্রান্তে’র অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তিনি ‘বৃহত্তম শেয়ার কেলেঙ্কারির’ অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্তেরও দাবি তুলেছেন৷ তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাহুল গান্ধি তার সাম্প্রতিক নির্বাচনী হলফনামায় যে দু’ ডজন তালিকাভুক্ত শেয়ার তথ্য প্রকাশ করেছিলেন তার পর্যালোচনায় দেখা গিয়েছে যে তাঁর পোর্টফোলিওর বাজারমূল্য বৃহস্পতিবারের মধ্যে পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে৷

লোকসভা নির্বাচনের হলফনামায় রাহুল অস্থাবর সম্পত্তির তথ্য প্রকাশের পর থেকে শেয়ারহোল্ডিং প্যাটার্নে কোনও পরিবর্তন হয়নি ধরে নিলে, তাঁর পোর্টফোলিওর বাজার মূল্য ৩.৪৫ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে৷ ৩ জুন বাজারে ধস নামার সময় তিনি যে ৪.০৮ লক্ষ টাকা হারিয়েছিলেন, দু’দিনের মধ্যে ভোটের ফলপ্রকাশের পর তা পুনরুদ্ধার হয়েছে৷ বৃহত্তর বাজারে পুনরুদ্ধারের সঙ্গে সামঞ্জস্য রেখে, তাঁর পোর্টফোলিও বেডে়ছে, ৫ জুন ১৩.৯ লক্ষ টাকা এবং তার পরের দিন ১.৭৮ লক্ষ টাকা৷ তাঁর পোর্টফোলিওর বাজার মূল্য ৩১ মে’র পর থেকে ১৫ লক্ষ টাকা (৩.৪৬ শতাংশ) বৃদ্ধি পেয়েছে৷