গুয়াহাটি, ২৩ জানুয়ারি – অসমের গুয়াহাটি থেকে আসন সমঝোতার সম্ভাবনায় জল সিঞ্চন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। অসমে মঙ্গলবার ভারত জোড়ো যাত্রার কর্মসূচি সেরে সাংবাদিক বৈঠকে জোট নিয়ে বার্তা দেন রাহুল গান্ধি৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে জোট নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি৷ তিনি এদিন বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভাল। কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু সে সব এতে (আসন বোঝাপড়ার ক্ষেত্রে ) বাধা হয়ে দাঁড়াবে না।’’ রাহুল গান্ধি এদিন সাফ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল ও ব্যক্তিগত সম্পর্ক ভালো। ছোটখাটো সমস্যা থাকলে তাকে গুরুত্ব দিতে নারাজ রাহুল। বরং তৃণমূল ও কংগ্রেসের জোটের পক্ষেই জোর সওয়াল করেন তিনি। রাহুল এদিন বুঝিয়ে দেন , ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ ।