• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

গব্বর সিং ট্যাক্স নয়, ক্ষমতায় এলে সরল জিএসটি,বললেন রাহুল গান্ধি

এবার ব্যবসায়ীদের আরও বেশি সহজ ও সাধারণ জিএসটি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিলেন রাহুল

রাহুল গান্ধি (Photo: IANS)

জিএসটিকে একাধিকবার গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এবার ব্যবসায়ীদের আরও বেশি সহজ ও সাধারণ জিএসটি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দিলেন রাহুল।তিনি বলেন,গব্বর সিং ট্যাক্স ও নােটবন্দির কারণে কর্মসংস্থানের ক্ষতি হয়েছে।কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ।ক্ষমতায় এলে জিএসটি ২.০ চালু করবে কংগ্রেস।টুইটারে সরলীকৃত জিএসটি’র একটি ভিডিও পােস্ট করেছেন রাহুল।নােটবন্দি ও জিএসটির নামে গরিব মানুষের সর্বনাশ করা হয়েছে।কিন্তু ন্যায় প্রকল্পের মাধ্যমে তারা উপকৃত হবেন বলে রাজস্থানে জানিয়েছেন রাহুল।