হাথরস, ৫ জুলাই – উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাহুল তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১-এ, দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাহুল এদিন সেখানে গিয়ে স্বজনহারা মানুষগুলি সঙ্গে কথা বলেন। এরপর তিনি জানান, ‘আমি রাজনৈতিকভাবে এখানে কিছু বলতে চাই না । তবে, প্রশাসনিক গাফিলতি রয়েছে।’ তিনি জানান, বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন তিনি।
হাথরসের ঘটনার পর চারদিন কেটে গেলেও স্বঘোষিত ওই ধর্মগুরুর নামে সরাসরি কোনও মামলা দায়ের হয়নি। ঘটনার পর থেকেই ‘বেপাত্তা’ তিনি । পুলিশ সূত্রে খবর, এই অনুষ্ঠানে ৮০,০০০ মানুষ আসার অনুমান করেছিল আয়োজকরা। কিন্তু পরে দেখা যায়, অন্তত আড়াই লক্ষ মানুষের ভিড় হয়। এদিকে অনুষ্ঠানে ঢোকা এবং বেরনোর জন্য মাত্র ২টি দরজার ব্যবস্থা ছিল। আর ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় মাত্র ৭০ জন পুলিশ। কেন আগে থেকে আয়োজকরা কোনও ব্যবস্থা নিলেন না সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।