খারিজ রাহুলের নাগরিকত্ব প্রশ্ন

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেউ তাঁকে ব্রিটিশ নাগরিক বললেই তিনি ব্রিটিশ হয়ে যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Written by SNS New Delhi | May 10, 2019 7:58 am

রাহুল গান্ধি (Photo: IANS)

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেউ তাঁকে ব্রিটিশ নাগরিক বললেই তিনি ব্রিটিশ হয়ে যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবি করেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। রাহুল গান্ধি ব্যাকসস লিমিটেড নামে এক মার্কিন কোম্পানির অন্যতম ডিরেক্টর এবং সেক্রেটারি বলে স্বরাষ্ট্রমন্ত্রকে জমা করে অভিযােগপত্রে দাবি করেন সুব্রহ্মণ্যম স্বামী।

ওই কোম্পানির অ্যানুয়াল রিটার্নে রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানানাে হয়।

এই বিষয়ে কংগ্রেস সভাপতিকে নােটিশ পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। সুপ্রিম কোর্টে অবশ্য গােটা বিষয়টাকেই খারিজ করে দেয়।

কোনও কোম্পানি তাদের কোনও একটি রিপাের্টে রাহুলকে ব্রিটিশ নাগরিক বললেই তিনি ব্রিটিশ হয়ে যাবেন না বলে মন্তব্য করেছেন রঞ্জন গগৈ।

রাহুল গান্ধি যাতে লােকসভা নির্বাচনে লড়তে না পারেন, তার আবেদনও এদিন খারিজ হয়ে যায়।