ভুবনেশ্বর, ৮ জানুয়ারি – পর্যটকদের জন্য সুখবর, চোখের পলকে ঘন্টা সময়ের মধ্যে পৌঁছনো যাবে পুরী। হিসেব কষলে দেখা যাবে এই বিমানবন্দর নির্মাণ হলে কলকাতা থেকে পুরী যেতে সময় লাগবে বড়জোড় এক ঘণ্টা। সূত্রের খবর, জগন্নাথধামে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা আরও এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে শ্রী জগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হবে। তার কিছুদিনের মধ্যেই শুরু হবে নির্মাণকাজ। সোমবার এই সুখবর দেন ওডিশার এক সরকারি আধিকারিক। মোট ১১৬৪ একর জমির উপর পুরীর আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। এর মধ্যে ৬৮ একর জমি এখনও বনভূমি। প্রাথমিকভাবে অনুমান, বিমানবন্দর নির্মাণ করতে ব্যয় হবে প্রায় ৫ হাজার ৬৩১ কোটি টাকা।