চন্ডীগড়, ১৬ জানুয়ারি: পাঞ্জাবে ফের খলিস্তানি জঙ্গিদের দাপট বাড়ছে। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি দিল এই জঙ্গিগোষ্ঠী। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন তাঁকে খুনের হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি পান্নুন। সেই হুমকিতে এই গ্যাংস্টার জানিয়েছে, সমস্ত গ্যাংস্টার ও দুষ্কৃতীদের একজোট করে ভগবন্ত মানের উপর হামলা চালানো হবে।
বিষয়টি সামনে আসার পর বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পাঞ্জাবের পুলিশ ও প্রশাসন। ডিজিপি গৌরব যাদব বলেন, রাজ্যের সমস্ত গ্যাংস্টারের ওপর বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। সন্ত্রাস ও দুষ্কৃতী দমনে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্যের পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



