• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

এনআইএ অফিসার পরিচয়ে বৃদ্ধের দেড় কোটি টাকা লোপাটের অভিযোগ

এনআইএ অফিসার পরিচয় দিয়ে এক বৃদ্ধের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, ওই বৃদ্ধকে এক সপ্তাহ ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট' করে রাখা হয়।

প্রতীকী চিত্র

এনআইএ অফিসার পরিচয় দিয়ে এক বৃদ্ধের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। মহারাষ্ট্রের পুনের ঘটনা। অভিযোগ, ওই বৃদ্ধকে এক সপ্তাহ ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয়। তাঁর কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগপত্রে ওই বৃদ্ধ লিখেছেন, ‘সপ্তাহখানেক আগে ওই বৃদ্ধের কাছে কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। প্রতারকরা তাঁকে বলে, ‘লখনউ পুলিশের সন্ত্রাসদমন শাখা ফোন করা হচ্ছে। ধৃত জঙ্গি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করেছিল, সেটি ওই বৃদ্ধের।’ এই কথা শুনেই বৃদ্ধ আকাশ থেকে পড়েন। কিছুটা বিভ্রান্ত হয়ে যান তিনি। বৃদ্ধকে কড়া সুরে বলা হয়, ‘জঙ্গিযোগে তাঁকে গ্রেপ্তার করার প্রস্তুতি চলছে।’

Advertisement

বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে চাননি তিনি। এরপর তাঁর কাছে বারবার ফোন আসতে থাকে। ভয় দেখানোর জন্য বলা হয়, বিষয়টি এখন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। এতে বৃদ্ধ কিছুটা ভয় পেয়ে যান। এরপর তাঁর ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। তারপর কয়েক দফায় বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।

Advertisement

Advertisement