• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বিজেপির বিদায় স্পষ্ট,সপরিবারে ভোট দিয়ে দাবি প্রিয়াঙ্কার

দাদা রাহুল গান্ধি ভােট দিলেন ভালােবাসার ওপর বিশ্বাস  রেখে। আর বোন প্রিয়াঙ্কা ভােট দিলেন দেশের গণতন্ত্রকে রক্ষা করতে।

প্রিয়াঙ্কা গান্ধী(ছবি-ফেসবুক)

দাদা রাহুল গান্ধি ভােট দিলেন ভালােবাসার ওপর বিশ্বাস  রেখে। আর বোন প্রিয়াঙ্কা ভােট দিলেন দেশের গণতন্ত্রকে রক্ষা করতে।দুজনের গলায়ই স্পষ্ট সুর- বিজেপির বিদায় আসন্ন।

রবিবার লােকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভােটগ্রহণ পর্বে রাজধানীতে বহু হেভিওয়েটের সঙ্গেই ভােট দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং ইউপিএ সভানেত্রী সােনিয়া গান্ধি।

Advertisement

এদিন স্বামী রবার্ট বঢ্রার সঙ্গে দিল্লির সর্দার প্যাটেল বিদ্যালয়ে ভোট দেন প্রিয়াঙ্কা।ভোট দেওয়ার পর তিনি বলেন,তিনি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে এবার ভোট দিলেন।প্রিয়াঙ্কার সাফ কথা,বর্তমান সরকারের প্রতি দেশের সরকার বিরক্ত।তাঁর বিশ্বাস নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এবার পরাজিত হবেই।

Advertisement

অপরদিকে নির্মাণ ভবন কেন্দ্রে ভােট দেন ইউপিএ সভানেত্রী সােনিয়া গান্ধী। সঙ্গে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।যদিও ভােট দিয়ে এদিন সাংবাদিকদের সামনে আসেননি সোনিয়া।

Advertisement