প্রিয়াঙ্কা: রাস্তার বিক্রেতাদের ঋণ নয়, সহায়তা প্যাকেজ দরকার

মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা বলেছেন যে রাস্তার বিক্রেতারা এবং ছোট ব্যবসায়ীদের ঋণ নয়, বিশেষ সহায়তার প্যাকেজ দরকার।

Written by Arnab Biswas Uttarpradesh | October 27, 2020 5:33 pm

প্রিয়াঙ্কা গান্ধি (Photo IANS/AICC)

মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা বলেছেন যে রাস্তার বিক্রেতারা এবং ছোট ব্যবসায়ীদের ঋণ নয়, বিশেষ সহায়তার প্যাকেজ দরকার।

উত্তরপ্রদেশের বিক্রেতাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের প্রতিক্রিয়া ব্যক্ত করে, কংগ্রেস নেত্রী বলেছিলেন যে লকডাউনের সময় রাস্তার বিক্রেতারা এবং ছোট দোকানীরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রিয়াঙ্কা টুইট করে লেখেন, ” তাদের পক্ষে জীবিকা নির্বাহ করা এবং বাড়িঘর চালানো হয়ে   কঠিন হয়ে পড়েছিল।” তিনি আরো  বলেন, “রাস্তার বিক্রেতা, দোকানদার, ছোট ব্যবসায়ীদের আজ ঋণ নয়, বিশেষ সহায়তার প্যাকেজ দরকার।”

কোভিড -১৯ মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত রাস্তায় বিক্রেতাদের জীবিকা নির্বাহ শুরু করার সহায়তার জন্য প্রধানমন্ত্রীর স্ট্রিট বিক্রেতা আত্মনির্ভর নিধি (প্রধানমন্ত্রী এসভিএনসিধি) প্রকল্পটি জুনে শুরু করেছিলেন।