দেশে করোনা আক্রান্তদের সংখ্যা হঠাৎ করেই বাড়তে শুরু করে দিয়েছে ব্যাপক হারে। আর এতেই প্রশ্ন উঠেছে, তবে কি ভারত স্টেজ-৩’এর দিকে এগোচ্ছে? ভারতে করোনাভাইরাস সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ভিসা রদ করা ছাড়াও আন্তর্জাতিক উড়ানের অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ইতিমধ্যেই ইউরোপের ক্ষেত্রে তা কার্যকরও হচ্ছে। তবে তাও সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার হার আরও বাড়িয়ে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র।
Advertisement
বর্তমান পরিস্থিতিতে করোনভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম পদক্ষেপ হিসাবে ভারত ভাইরাস আক্ৰান্তদের চিহ্নিত করার বিষয়ে জোর দিচ্ছে। আর এর মধ্যে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে বিদেশ থেকে আসা ভারতীয়দের উপর।
Advertisement
এখনও পর্যন্ত বিদেশ থেকে আসা ভারতীয়দের শরীরেই এই সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শরীরে মিলছে এই ভাইরা। এই নিয়েই এবার বেসরকারি ল্যাবগুলিকে করোনা পরীক্ষা করার অনুমতি দিল কেন্দ্র। তবে এর পাশাপাশি এই পরীক্ষার জন্য চার্জও বেঁধে দিল কেন্দ্র। যার অন্যথা কড়া শাস্তির মুখে পড়তে হবে সেই সংস্থাকে।
সরকার জানিয়েছে কোনও বেসরকারি ল্যাব করোনা পরীক্ষার জন্য রোগীর থেকে ৪৫০০ টাকার বেশি নিতে পারবেনা। জাতীয় স্বাস্থ্য সংকটের মধ্যে দাঁড়িয়ে বেসরকারি পরীক্ষাগারগুলিকে বিনামূল্যে বা ভরতুকিতে করোনা পরীক্ষা করার আরজি জানিয়েছে সরকার। আর কোনও ল্যাব এই গাইডলাইন উপেক্ষা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত পদক্ষেপ করা হবে বলে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
দেশের বিপুল জনসংখ্যার করোনা পরীক্ষা করতে সরকারকে বিদেশ থেকে আমদানি করা টেস্ট কিটের উপরই নির্ভর করে থাকতে হচ্ছে। জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই জার্মানি থেকে কয়েক লক্ষ করোনাভাইরাসের টেস্ট কিট আমদানি করার জন্য অর্ডার দিয়েছে। তবে দেশে যেই হারে করোনা আতঙ্ক ছড়াচ্ছে তাতে আরও করোনা টেস্ট কিট দরকার পরবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
Advertisement



