করোনা ২৪ ঘণ্টায় বাড়ল মৃত ও আক্রান্তের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক মৃতের সংখ্যা। বস্তুত গত সপ্তাহ দুয়েক ধরেই করোনা আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যাটা বেশি থাকছে।

Written by SNS Delhi | November 5, 2021 2:53 pm

প্রতীকী ছবি (Photo: SNS)

দিওয়ালির সকালে দেশের করোনা পরিসংখ্যানে সামান্য হলেও চিন্তা বাড়ল। একধাক্কায় অনেকটা বাড়ল করোনার দৈনিক মৃতের সংখ্যা বস্তুত গত সপ্তাহ দুয়েক ধরেই করোনা আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যাটা বেশি থাকছে। যা চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের।

এদিন মৃতের পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও বেড়েছে। তবে, অ্যাকটিভ কেস কমায় স্বস্তিও মিলেছ। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬১ জনের । যা আগের দিনের থেকে অনেকটাই বেশি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেশি। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৬৫২ জন।

সংক্রমণ সামান্য বাড়লেও করোনার অ্যাকটিভ কেস এদিন অনেকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯ জন।

দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা নেমে এসেছে দেড় লক্ষের নিচে। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৫৪ জন।