• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লি:-  শীঘ্রই ফ্রান্স সফরে যাচ্ছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেই সফরে রাফালে যুদ্ধ বিমান এবং স্করপেন শ্রেণির সাবমেরিন নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন। এই সপ্তাহেই প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সূচি ঘোষণা হতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সফরে ভারত ফ্রান্স থেকে ২৬ টি রাফালে যুদ্ধ বিমান এহং তিনটি স্করপেন শ্রেণির সাবমেরিন কেনার পরিকল্পনা

দিল্লি:-  শীঘ্রই ফ্রান্স সফরে যাচ্ছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেই সফরে রাফালে যুদ্ধ বিমান এবং স্করপেন শ্রেণির সাবমেরিন নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন। এই সপ্তাহেই প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের সূচি ঘোষণা হতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সফরে ভারত ফ্রান্স থেকে ২৬ টি রাফালে যুদ্ধ বিমান এহং তিনটি স্করপেন শ্রেণির সাবমেরিন কেনার পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী সমুদ্রের ওপরে চলাচলকারী ২২ টি এক আসনযুক্ত রাফালে যুদ্ধ বিমান এবং চারটি প্রশিক্ষণ বিমান হতে পাবে।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, নৌবাহিনীর তরফে এই যুদ্ধবিমান এহং সাবমেরিনগুলিকে জরুরি ভিত্তি কেনার জন্য চাপ দিয়েছিল। কেননা জলপথে শত্রুর মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে রয়েছে ভারত। দুটি ক্ষেত্রে চুক্তির মূল্য হতে পারে ৯০ হাজার কোটির বেশি। বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রমাদিত্য এবং বিক্রান্তে এই মুহূর্তে মিগ ২৯ রয়েছে। এই দুই জাহাজেই রাফালের প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, ভারতের চুক্তির মূল্যে ছাড় দিতে চাপ বাড়াচ্ছে। পাশাপাশি এই পরিকল্পনায় মেক-ইন-ইন্ডিয়া রাখার ব্যাপারেও জোর দিতে চাইছে। রাফালে চুক্তির জন্য দুদেশের আলোচনা এগিয়ে নিয়ে যেতে যৌথ দল গঠন করা হবে। যেমনটি এর আগে ৩৬ টি যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করা হয়েছিল। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রকে আলোচনা করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তা প্রতিরক্ষামন্ত্রকের কাউন্সিলের সামনে রাখা হতে পারে। আর ফ্রান্সে গিয়ে বিষয়টি নিয়ে ঘোষণার আগে ভারতর সরকারের তরফে এর প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement