• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

‘পাকিস্তানকে বাঁচতে হলে জঙ্গিবাদ নির্মূল করতেই হবে’

মোদী এদিন তাঁর ভাষণে বলেন, দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন অপারেশন সিঁদুর। গোটা দুনিয়া এই প্রতিজ্ঞার বদলা দেখেছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। সোমবার জাতির উদ্দেশে ভাষণে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জঙ্গি এবং জঙ্গিদের সমর্থনকারী দেশকে কোনওভাবেই সমর্থন করে না ভারত। তিনি তাঁর ভাষণে বলেছেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয় তবে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদের পরিকাঠামো নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রীর কথায়, ‘আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না।’

গত ২২ এপ্রিল পহেলগামে হামলার পর পাকিস্তানে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করতে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। তার ৫ দিন পর প্রথমবার সোমবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই তিনি ভারতীয় সেনার সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিজ্ঞানীদের স্যালুট জানান। তিনি বলেন, অপারেশন সিঁদুর উৎসর্গ করা হল দেশের সমস্ত মা ও বোনেদের প্রতি। তিনি বলেন, অপারেশন সিঁদুর -এর পর জঙ্গিরা বুঝতে পেরেছে মা বোনেদের সিঁদুর মোছার পরিণাম কী হতে পারে।

প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিঁদুর সফল হয়েছে গোটা দেশ একত্রিত ও ঐক্যবদ্ধ থাকায়। কারণ যখন সবার আগে দেশের স্বার্থ আসে তখন তার ফল পাওয়া যায়। পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিয়ে শুধুমাত্র সন্ত্রাসবাদী সংগঠনগুলিকেই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই অভিযান দেখে হতাশ হয়েছে পাকিস্তান। ভারত আক্রমণ চালিয়ে তাদের সন্ত্রাসবাদের মূল ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। মোদী বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে সহযোগিতা না করে পাল্টা আমাদের স্কুল, কলেজ সাধারণ মানুষের ঘরবাড়িকে নিশানা করেছে। পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র, ভারতের হাতে ধূলিসাৎ হয়েছে। আকাশেই তাদের অস্ত্র নষ্ট করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি এতবড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে করা হতে পারে। সিঁদুর মুছে দেওয়ার পরিণাম হয়েছে শতাধিক সন্ত্রাসবাদীর মৃত্যু। আমি সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। তার পরিণামে নিরাশ ও হতাশ হয়ে পড়েছে জঙ্গিরা। বাহরওয়াল, মুরিদকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল।’

মোদী বলেন, নিজেদের বিমানঘাঁটি নিয়ে অহংকার ছিল পাকিস্তানের। তিনি বলেন, ‘আগামি দিনে পাকিস্তানের কোনওরকম সন্ত্রাসবাদমূলক পদক্ষেপকে এভাবেই শক্ত হাতে মোকাবিলা করা হবে। ভারতের বায়ু, নৌ, ও স্থল সেনা, বিএসএফ, লাগাতার সতর্ক রয়েছে। নতুন স্বাভাবিকতা তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেবে ভারত। কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না।’

মোদী এদিন তাঁর ভাষণে বলেন, দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন অপারেশন সিঁদুর। গোটা দুনিয়া এই প্রতিজ্ঞার বদলা দেখেছে। তিনি বলেন অপারেশন সিঁদুর ন্যায়ের প্রতি অখণ্ডতা।

মোদী এদিন বলেছেন, পাকিস্তান গোটা বিশ্বের কাছে আবেদন করেছিল আক্রমণ বন্ধের। আমরা আমাদের অপারেশন স্থগিত রেখেছি। আগামি দিন পাকিস্তান কী করে তা আমাদের নজরে থাকবে। এটাি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি। ভারতের ওপর জঙ্গি হামলা হলেই যোগ্য জবাব দেবে ভারত। ভারতের নাগরিকদের কোনও রকম আঘাত করলে ভারত পদক্ষেপ করবে।