• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

সংবিধানের ৩৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি শাসন প্রতি ৬ মাস অন্তর সংসদের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ানো হল। শুক্রবার রাজ্যসভায় এই প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংসদদের সম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয়। আগামী ১৩ আগস্ট থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। সংবিধানের ৩৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি শাসন প্রতি ৬ মাস অন্তর সংসদের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রাণ হারান অন্তত ২৫০ জন। গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার তিন দিন পরেই কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে।

Advertisement

কেন্দ্রের মতে, রাষ্ট্রপতি শাসন জারির পর রাজ্যে হিংসার মাত্রা অনেকটাই কমেছে। আধাসামরিক বাহিনীর একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, গৃহহীনদের পুনর্বাসনের কাজও চলছে জোরকদমে। কেন্দ্রের লক্ষ্য, চলতি বছরের মধ্যেই রাজ্যের সমস্ত ত্রাণশিবির বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করা।

Advertisement

রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘমেয়াদি রাষ্ট্রপতি শাসন গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে সুস্থ সংকেত নয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনেই ভবিষ্যতের স্থিতিশীলতার আশ্বাস নিহিত। উল্লেখ্য, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মণিপুরে রাষ্ট্রপতি শাসনের বর্তমান মেয়াদ ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে, যদি সংসদ তার অনুমোদন বজায় রাখে। রাজ্যের জনগণ এখন চায় শান্তি, স্থায়িত্ব ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন।

Advertisement