২০২২ সালের ৩ নভেম্বর পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য আরিফের তরফে দায়ের করা মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে ফাঁসির সাজা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। ২০২২-এর ৩ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছিল। জানিয়েছিল, আরিফের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ মিলেছে।
২০০৫ সালে নিম্ন আদালত আরিফকে ফাঁসির সাজা দেয়। দিল্লি হাই কোর্টও তা বহাল রাখে। ২০১১ সালে সুপ্রিম কোর্টও লালকেল্লা হামলার মূল দোষী আরিফকে একই সাজা দিয়েছিল। মৃত্যুদণ্ড বহাল রাখার সময় সুপ্রিম কোর্ট এও উল্লেখ করে যে লালকেল্লায় হামলা দেশের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। তাই এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই একমাত্র বিচার্য।
Advertisement
এরপর রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল এই পাক জঙ্গি । এই নিয়ে দ্বিতীয় বারআরিফের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি ।
Advertisement
Advertisement



