সামাজিক মাধ্যমের দ্বারা দেশবাসীকে শুভ কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সকালে এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পোস্ট করেন, “জন্মাষ্টমীর এই পুণ্য তিথিতে সমস্ত দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই। এই উৎসব আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আদর্শের প্রতি নিজেদের সমর্পণ করবার প্রেরণা দেয়। আসুন, এই পুণ্য দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষাকে আত্মস্থ করি তথা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করবার সঙ্কল্প গ্রহণ করি।”
Advertisement
নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনন্ত শুভকামনা জানাই। জয় শ্রীকৃষ্ণ!”
Advertisement
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক্স-এ লেখেন, “জন্মাষ্টমীর পুণ্য দিবসে জানাই উষ্ণ অভিনন্দন।ঐশ্বরিক প্রেম, প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই জন্মাষ্টমী তিথিতে, যার এক প্রগাঢ় ধার্মিক তাৎপর্য বর্তমান। আজকের এই পুণ্য দিবস পালন করার সঙ্গে সঙ্গে যেন আমাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চিরকালীন শিক্ষার প্রতিফলন ঘটে, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সেই শিক্ষার আদর্শে জীবন কাটানোয়, যাতে আমাদের সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতিপালন হয়।”
ধনখড় এর সঙ্গে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অধ্যায়ের একটি শিল্পকর্মের ছবিও পোস্ট করেন, যেটি মহাভারত থেকে আঁকা। এর বক্তব্য – কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রজ্ঞার অনন্ত সমুদ্রের কথা বলছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও শুভেচ্ছা জানিয়ে লেখেন, “সমস্ত দেশবাসীকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্য উৎসবের হার্দিক শুভেচ্ছা। এই শুভাবসরে ঈশ্বরের কাছে সকলের সুখ, সমৃদ্ধি এবং নিরন্তর উন্নতির জন্য কামনা করছি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেন সর্বক্ষণ আপনাদের সঙ্গে থাকে।জয় শ্রী কৃষ্ণ।”
জন্মাষ্টমী হিন্দুদের এক পরম পুণ্যতিথি। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, এইদিনেই জন্মগ্রহণ করেছিলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে, সাধারণত ইংরেজি আগস্ট বা সেপ্টেম্বর মাসে এই উৎসব পালিত হয়।
Advertisement



