• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের পিছোল শুভাংশুদের মহাকাশযাত্রা

নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তার মধ্যেও যদি এই অভিযান না করা হয়, তাহলে পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে।

ফের পিছিয়ে গেল ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান। রবিবার মহাকাশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু শুক্লাদের। তার ঠিক দু’দিন আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) তরফে ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান স্থগিতের কথা জানানো হল। প্রথমে ঠিক ছিল ২৯ মে অভিযান শুরু হবে। কিন্তু পরে তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। এই নিয়ে মোট সাতবার পিছিয়ে গেল অভিযান।

কী কারণে অভিযান পিছিয়ে দেওয়া হল, তাও জানানো হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে সদ্য। সবকিছু ঠিকঠাক কাজ করছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুটা সময় দরকার নাসার বিজ্ঞানীদের। সেই কারণেই এই অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নাসা জানিয়েছে, উৎক্ষেপণের জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রয়েছে। তার মধ্যেও যদি এই অভিযান না করা হয়, তাহলে তা পিছিয়ে জুলাই মাসের মাঝামাঝি করা হবে। তাই এখনই চূড়ান্ত কোনও তারিখ বা সময় জানায়নি নাসা। এদিকে গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন শুভাংশু শুক্লারা। যতদিন না পর্যন্ত মিশন হচ্ছে, ততদিন তাঁদের প্রোটোকল মেনেই সেখানে রাখা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

‘অ্যাক্সিয়ম-৪’ মিশনে ভারতের হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। শুভাংশুর সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, নাসার প্রাক্তন মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি উইটসন। মিশনে আরও থাকছেন ইউরোপীয় স্পেস এজেন্সির পোল্যান্ডের স্লাওজ উজনানস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

এই মিশনে ১৪ দিন মহাকাশে থাকবেন নভশ্চররা। নাসা-র সহযোগিতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং বায়োটেকনোলজি দপ্তরের (ডিবিটি) তরফে মহাকাশে এই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে মহাকাশে মোট ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে, যার মধ্যে ভারতের তরফে থাকছে ৭টি। সেই সমস্ত পরীক্ষার নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা। মহাকাশে জীববিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের নানা দিক নিয়ে হবে এই গবেষণা। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে।

Advertisement