রায়বেরেলি, ৯ জুলাই – লোকসভা ভোটে জয়ের পর মঙ্গলবারই প্রথম রায়বেরেলি গিয়েছেন রাহুল গান্ধি।তাঁর সফরের দিনই তাঁর লোকসভা কেন্দ্র রায়বেরেলিতে পোস্টার পড়ল । নামহীন ওই পোস্টারে লোকসভার বিরোধী দলনেতাকে তাঁর ‘হিন্দুবিরোধী’ মন্তব্যের জন্য নিশানা করা হয়েছে। এদিকে, একটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় , মহারাষ্ট্রের একটি মন্দিরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ছবি দেওয়া পোস্টার ডোরম্যাট হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘হিন্দুদের হিংস্র এবং ইভ টিজার বলার সাহস কীভাবে হয়?’ ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।