• facebook
  • twitter
Monday, 2 December, 2024

পুনম পাণ্ডের ব্রেন হ্যামারেজও আগের মতো নয়তো তো, প্রশ্ন অনুগামীদেরই

মুম্বই: একবার মৃতু্যর খবর রটিয়ে অনুগামী ও সহকর্মীদের বেজায় চটিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে৷ তাই তার বলা কথা এখন কমই বিশ্বাস করেন মানুষজন৷ আর এরই মধ্যে ফের বিস্ফোরক অভিনেত্রী৷ পুনম এক সাক্ষাৎকারে জাননিয়েছেন, মোট তিনটি সিরিয়াস সম্পর্কে ছিলেন তিনি৷ তার মধ্যে একজন প্রেমিক, পুনমের উপর এমন শারীরিক নির্যাতন করেন, যে ব্রেন হ্যামারেজের শিকার হন পুনম৷

পুনম পাণ্ডে(ছবি: IANS)

মুম্বই: একবার মৃতু্যর খবর রটিয়ে অনুগামী ও সহকর্মীদের বেজায় চটিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে৷ তাই তার বলা কথা এখন কমই বিশ্বাস করেন মানুষজন৷ আর এরই মধ্যে ফের বিস্ফোরক অভিনেত্রী৷ পুনম এক সাক্ষাৎকারে জাননিয়েছেন, মোট তিনটি সিরিয়াস সম্পর্কে ছিলেন তিনি৷ তার মধ্যে একজন প্রেমিক, পুনমের উপর এমন শারীরিক নির্যাতন করেন, যে ব্রেন হ্যামারেজের শিকার হন পুনম৷ পুনমের কথায়, ‘জীবনের ৪ বছর নরক যন্ত্রণা ভোগ করেছি৷ শারীরিক নির্যাতন আপনারা যেমন ছবিতে দেখেন তেমন বাস্তব জীবনে হয়েছে আমার সঙ্গে৷ আমাকে এমন ঘুষি মারা হয়েছে, যে আমার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ আমি এখনও গন্ধ পাই না৷ আমাকে আঘাত করা হয়েছিল খুব খারাপ ভাবে৷  ঈশ্বরের কৃপায় আমি বেঁচে রয়েছি৷’
যদিও পুনমের এই কথাটিও সত্যি কিনা তাই নিয়েই প্রশ্ন ওঠে৷ উল্লেখ, এ বছরের শুরুতে হঠাৎই রটে যায় পুনমের মৃতু্যর খবর৷ পুনমের জন্য শোক ব্যক্ত করে ফেলেন বলিউডের সমস্ত কলাকুশলীরাই৷ কিন্তু পরে জানা যায়, পুনমের মৃতু্যর খবরটি ছিল ভুয়ো৷ তিনি নিজেই ছড়িয়েছিলেন সেই খবর৷ ‘হটারফ্লাই’ নামে এক সংস্থার জন্যই জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতা বার্তার নামে এক পাবলিসিটি স্টান্ট করেন পুনম পাণ্ডে৷ ফেব্রুয়ারি যেহেতু সার্ভাইক্যাল ক্যানসারের সচেতনার মাস, সেই প্রেক্ষিতেই এমন কুরুচিকর কীর্তি মডেল অভিনেত্রীর৷

জড়ায়ুর ক্যানসার, দিন দিন বেডে় চলা এই মারণ রোগকে নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া৷ এমনকী, এবারের বাজেট ঘোষণাতেও কেন্দ্র জড়ায়ু ক্যানসারের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারমণ৷ এমন এক রোগকে নিয়ে, প্রচারের নামে পুনম যেভাবে ছেলেখেলা করলেন, তাতেই ক্ষিপ্ত নেটপাড়া৷ আর তাই পুনমের এই ব্রেন হ্যামারেজের খবর শোনার পরও অনেকের ধারণা, ফের শিরোনামে থাকার জন্যই হয়তো অভিনেত্রীর এই ব্রেন হেমারেজের নাটক৷