রাজস্থানে দলিত তরুণকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। তাঁর গায়ে প্রস্রাবও করা হয়। এখানেই শেষ নয়, ওই তরুণকে লোহার রড দিয়ে মারধরও করা হয়। ন্যক্কারজনক এই ঘটনাটি রাজস্থানের সিকার জেলার। ৮ এপ্রিল ঘটনাটি ঘটলেও ভয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি ওই তরুণ। চলতি সপ্তাহে তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ‘উচ্চবর্ণের’ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তফসিলি জাতি এবং জনজাতি আইনের আওতায়ও মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৮ এপ্রিল সন্ধ্যায় আক্রান্ত যুবক পরিবারের সঙ্গে গ্রামে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের যাওয়া দেখছিলেন। আচমকা ‘উচ্চবর্ণের’ দুই অভিযুক্ত তাঁর উপর চড়াও হন। জাতপাত নিয়ে অশ্রাব্য মন্তব্য করতে থাকেন। নির্যাতিত তরুণের অভিযোগ, তাঁকে পরনের পোশাক খুলতে বাধ্য করা হয় এবং যৌন হেনস্থা করা হয়। শেষে লোহার রড দিয়ে মারধর করে গায়ে প্রস্রাব করে দেওয়া হয়। কোথাও অভিযোগ জানালে ফল খারাপ হবে বলে হুমকিও দেন অভিযুক্ত দুই যুবক।
বিজেপিশাসিত রাজস্থানে দলিত তরুণের উপর এই অত্যাচারের অভিযোগ সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধী কংগ্রেস। রাজস্থানের বিরোধী দলনেতা তিকারাম জুল্লির বক্তব্য, ‘বিজেপি সরকারের আমলে দলিতদের উপর অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সিকারে যা ঘটেছে, তা অতীতের সব সীমা ছাড়িয়ে গিয়েছে।’ এর পাল্টা বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ বলেন, ‘সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। যথাযথ তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। দোষীরা কেউ ছাড় পাবেন না।’