রাজধানীর জনবহুল এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটিয়ে বিপুল প্রাণহানির ছক। কিন্তু পুলিশি তৎপরতায় তা সফল হল না এবার। নিরাপত্তারক্ষীদের চেষ্টায় বড়সড় নাশকতার ছক বানচাল হয়ে গেল। ঘটনার জেরে দুই সন্দেহভাজন জেহাদিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ১১টায় দিল্লির গোবিন্দপুরী মেট্রো স্টেশনের কাছে বাসস্ট্যান্ডে একটি সাদা মহিন্দ্রা থার গাড়িতে প্রচুর পরিমাণে আরডিএক্স উদ্ধার হয়।
সেই সঙ্গে ওই গাড়ি থেকে এক কোটি টাকা, এবং পাঁচটি বন্দুক উদ্ধার করেছে। ঘটনার জেরে সন্দেহভাজন দুই জেহাদিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতটা আরডিএক্স গাড়ি থেকে উদ্ধার হয়েছে তার পরিমাণ স্পষ্ট করে জানায়নি পুলিশ। অনুমান করা হচ্ছে, লালকেল্লার ধারে যেভাবে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই ধাঁচে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জেহাদিদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজধানীর বুকে ধারাবাহিক বিস্ফোরণের লক্ষ্য ছিল জেহাদিদের? দিল্লিতে আরও বিস্ফোরক ভর্তি গাড়ি আছে কিনা তার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।
Advertisement
লালকেল্লার সামনে বিস্ফোরণের জেরে রাজধানী জুড়ে আতঙ্কের পরিবেশ। এই আবহে সন্দেহভাজন ওই গাড়িটি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধার হয়। অন্যদিকে, লালকেল্লার ঘটনায় ক্রমশ নাশকতার তত্ত্ব জোরালো হচ্ছে। দিল্লির বুকে যে জঙ্গিহানাই হয়েছে, সেটা নিয়ে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায়ও একই সুর। এর মধ্যে ফের বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজধানীর নাগরিকদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে।
Advertisement
Advertisement



