• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উপজাতি, লোকজ এবং ঐতিহ্যবাহী শিল্পে অবদানের জন্য একজন মহিলা শিল্পীকে দেবী অহল্যাবাঈ পুরস্কারও প্রদান করবেন।

ফাইল চিত্র

আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনভর মধ্যপ্রদেশ সফরে ব্যস্ত থাকবেন। তিনি সেখানে ক্ষিপ্রা নদীর ঘাট নির্মাণের শিলান্যাস করবেন। এই প্রকল্পে প্রায় ৮৬০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী দাতিয়া ও সাতনা বিমানবন্দর এবং ইনডোর মেট্রোর ইয়েলো লাইনের সুপার প্রায়োরিটি করিডোর যাত্রী পরিষেবার সূচনা করবেন।

এদিন লোকমাতা দেবী অহল্যা বাঈ-এর ৩০০তম জন্মদিন উপলক্ষে সকাল ১১টা ১৫ মিনিটে ভূপালে লোকমাতা দেবী অহল্যা বাঈ মহিলা সশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি প্রকাশ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। তিনি লোকমাতা দেবী অহল্যাবাঈয়ের প্রতি উৎসর্গীকৃত একটি স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ মুদ্রাও প্রকাশ করবেন। ৩০০ টাকার সেই মুদ্রায় অহল্যাবাঈ হোলকরের প্রতিকৃতি থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রী উপজাতি, লোকজ এবং ঐতিহ্যবাহী শিল্পে অবদানের জন্য একজন মহিলা শিল্পীকে দেবী অহল্যাবাঈ পুরস্কারও প্রদান করবেন। তাঁর ব্যস্ত কর্মসূচীর সময়, প্রধানমন্ত্রী ৪৮০ কোটি টাকারও বেশি মূল্যের ১,২৭১টি অটল গ্রাম সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকাও হস্তান্তর করবেন।

Advertisement

Advertisement