আটদিনে পড়ল ইন্ডিগো বিমান বিপর্যয়। গত বুধবার থেকে চরম হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের। এখনও বিমান পরিষেবা সেভাবে স্বাভাবিক হয়নি। ইন্ডিগোর বিপর্যয়ের জেরে বিমানবন্দরগুলিতে বিশৃঙ্খলা চরমে উঠেছে। ইন্ডিগোকে কেন্দ্রীয় সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবশেষে এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার এনডিএ সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ইন্ডিগো নিয়ে বার্তা দেন তিনি। সরকারের নির্ধারিত নিয়মনীতির জন্য আম জনতার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর এই বার্তার কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি নিয়মকানুন নাগরিকদের অসুবিধায় ফেলতে পারে না। ভারতের নাগরিক হওয়ার কারণে কাউকে যে কোনও সরকারি নিয়মের শিকার হতে হবে, এটা ঠিক নয়। নিয়ম ভালো, তার উদ্দেশ্য সিস্টেমকে উন্নত করা, সাধারণ মানুষকে হয়রান করা নয়।‘
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘স্পষ্ট শব্দে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয়, এমন কোনও নিয়মনীতি থাকা উচিত নয়। আইন মানুষের কাছে বোঝা হওয়ার জন্য নয়। তাঁদের সুবিধার জন্য।’ সংসদে ‘নির্বাচনী সংস্কার’ নিয়ে আলোচনার আগে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন মোদী। দেশজুড়ে যখন ইন্ডিগোর পরিষেবার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই সময়ে মোদীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানিয়েছে কেন্দ্র। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর বিমান পরিষেবায় কাটছাঁট করেছে। ইন্ডিগোর উড়ানসংখ্যা পাঁচ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
Advertisement
এই অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। তাঁর নির্দেশেই চার সদস্যের কমিটি গঠন করে ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত শুরু করে। ইন্ডিগোর বিরুদ্ধে শো কজ নোটিস জারি করা হয়। সোমবার সেই নোটিসের জবাবও দেয় ইন্ডিগো।
ইন্ডিগোর পরিষেবা কাটছাঁটের বিষয়ে সোমবারই আভাস দিয়েছিলেন বিমানমন্ত্রী নায়ডু। তিনি জানিয়েছিলেন, ইন্ডিগোর শীতকালীন বিমানসূচি কমানো হবে। তাদের ‘স্লট’ অন্য বিমানসংস্থাকে দেওয়া হবে। তার পরেই মঙ্গলবার ডিজিসিএ ইন্ডিগোর পাঁচ শতাংশ পরিষেবা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে নতুন সূচি প্রকাশের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইন্ডিগো বর্তমানে প্রতি দিন ২,২০০টি উড়ান পরিচালনা করে। তবে কেন্দ্রের নির্দেশে তার ৫ শতাংশ কমানো হবে। অর্থাৎ প্রতি দিন ১১৫টি উড়ান কমবে ইন্ডিগোর। অতীতে ইন্ডিগোকে ৬ শতাংশ উড়ান পরিষেবা বাড়ানোর সুযোগ দিয়েছিল কেন্দ্র।
অন্যদিকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের সভাপতি সিএস রণধাওয়ার, দেশজুড়ে ইন্ডিগোর বিমান চলাচলে বিভ্রাটের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছেন। তিনি বলছেন, এই বিমান পরিষেবা সংস্থা ইচ্ছাকৃত এই সমস্যা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে, ফ্লাইট ডিউটি টাইমের সময়সীমা বিধি শিথিল করা। পাইলটদের দিয়ে আরও কাজ করানোই তাদের লক্ষ্য। পাইলটদের কাজের যে সর্বোচ্চ সময়সীমা রয়েছে, তা বাড়ানো বলে জানিয়েছেন সিএস রণধাওয়ার।
Advertisement



