শুক্রবার সকাল ৯টা নাগাদ আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২০ মিনিট ধরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। ঘটনাস্থলে রয়েছে তাঁদের ৬টি বিশেষ দল, জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি হরিওম গান্ধী। যে হস্টেলের উপর বিমানটি ভেঙে, সেখানে যান প্রধানমন্ত্রী। উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
এদিন হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন মোদী। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী, যিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মৃত যাত্রীদের দেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। মৃতদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছে আহমেদাবাদ সিভিল হাসপাতালে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১টা ৩৯ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে সেটি। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী এবং ২ পাইলট ও ১০ কেবিন ক্রু। তাঁদের মধ্যে একজন বাদে আর কাউকেই বাঁচানো যায়নি। মৃত যাত্রীদের মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী।