প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন। নিজের ভোটকেন্দ্র বারাণসী থেকে নতুন ট্রেনের উদ্বোধন করেন। বেনারস-খাজুরাহো, নখনউ-সাহারানপুর, ফিরুোজপুর-দিল্লি এবং এরনাকুল-বেঙ্গালুরু এই চারটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে। ভারতীয় রেল পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়াই এই পদক্ষেপের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই চারটি নতুন বন্দে ভারত এবং নমো ভারত ট্রেন ভারতীয় রেলওয়ের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি কাশী এবং গোটা দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অভিনন্দন জানাই।‘
Advertisement
এই নতুন ট্রেনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। বন্দে ভারত তার দ্রুতগতি, আধুনিক পরিষেবা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ইতিমধ্যেই পরিচিত।
Advertisement
দেশের নাগরিকদের উদ্দেশ্যে মোদী বলেন, ‘এই ট্রেনগুলি কেবল দ্রুতগামীই নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং আরামের এক চমৎকার সংমিশ্রণও বটে।‘ এই চারটি নতুন ট্রেন চালু হওয়ার পর দেশে বন্দে ভারত এক্সপ্রেসের মোট সংখ্যা ১৬০-এর বেশি হল।
Advertisement



