• facebook
  • twitter
Saturday, 3 January, 2026

সকলের জন্য পেনশন

৬০ বছর বয়স হলে সেখান থেকে পেনশন পাবেন

প্রতীকী চিত্র

দেশের সমস্ত নাগরিকদের জন্য এবার পেনশনের ব্যবস্থা করার পরিকল্পনার দিকে এগোচ্ছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা করছে শ্রমমন্ত্রক। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অর্থাৎ নির্মাণ শ্রমিক, পরিচারিকা, ডেলিভারি পার্সন— এঁদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন পেনশন কাঠামো। বর্তমানে মূলত অংসগঠিত ক্ষেত্রে শ্রমিকরা বিশেষত নির্মাণ শ্রমিক, গৃহ সহায়িকা সহ অন্যান্য ক্ষেত্রের কর্মীরা সরকারি একাধিক স্কিমের সুবিধা পান না।

তবে একাধিক ক্ষেত্রে আবার পেনশন স্কিম রয়েছে। তবে এবার এই স্কিম স্যালারি পাওয়া ব্যক্তিরা ও সেল্ফ এমপ্লয়েড ব্যক্তিরাও এই সুযোগ পাবেন। ৬০ বছর বয়স হলে সেখান থেকে পেনশন পাবেন।  বর্তমানে চালু থাকা ইপিএফওর সঙ্গে কিছু তফাত রয়েছে কেন্দ্রের প্রস্তাবিত পেনশন স্কিমের। এই স্কিমে সরকার কোনও সাহায্য করবে না।

Advertisement

Advertisement

Advertisement