বিশ্বকাপের খসড়া সূচিতে আপত্তি জানাল পিসিবি, ভারতে খেলতে আসতে নারাজ পাকিস্তান!

Written by SNS June 17, 2023 10:25 am

ভারত:- আইসিসি জানিয়েছে, শীঘ্রই ভারতে বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করা হবে। জয় শাহ-র নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নিয়েছে। এর ফলে মনে করা হচ্ছিল, বিশ্বকাপের সূচি নিয়ে যে মতানৈক্য চলছে সেটাও কেটে যাবে। কিন্তু ভারতে বিশ্বকাপ খেলতে আসতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা সেটা সরকারের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানালেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। বিশ্বকাপের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে তা নিয়েও নিজেদের আপত্তির কথা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী ১৫ই অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফেলা হয়েছে। পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে, তাদের ম্যাচ যেন আমেদাবাদে দেওয়া না হয়। সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খসড়া সূচিতে তাঁরা অনুমোদন দেননি। নাজম বলেন, আইসিসিকে জানিয়েছি বিশ্বকাপের সূচিতে অনুমোদন দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে আমরা অপারক। আমাদের দেশের সরকার বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে। ঠিক যেমন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। খসড়া সূচি অনুযায়ী, পাকিস্তানের লিগ পর্বের ম্যাচগুলি ভারতের পাঁচটি শহরে দেওয়া হয়েছে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেলতেই শেষবার পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসেছিল।