• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

অন্ধ্রপ্রদেশের পর তেলেঙ্গানায় উলটে গেল যাত্রীবাহী বাস, আহত ২০

শনিবার হায়দরাবাদ থেকে অন্ধ্র প্রদেশের গুন্টুরের দিকে যাত্রা করছিল যাত্রীবাহী বাসটি। তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পুরসভার কাছে নিয়ন্ত্রণ হারায় সেটি।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলের দুর্ঘটনার পর এবার তেলেঙ্গানায় উল্টে গেল একটি যাত্রিবাহী বাস।  ওই বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই গুরুতরভহাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের সকলকে ভর্তি করা হইয়েছে একটি স্থানীয় হাসপাতালে। তাঁরা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শনিবার হায়দরাবাদ থেকে অন্ধ্র প্রদেশের গুন্টুরের দিকে যাত্রা করছিল যাত্রীবাহী বাসটি। তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পুরসভার কাছে নিয়ন্ত্রণ হারায় সেটি। বাসটি রাস্তার ডানদিকে হেলে পড়ে। বাসের ধাক্কায় রাস্তার পাশের রেলিং ভেঙে যায়। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসের জানলা ভেঙে যাত্রীদের এক এক করে উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

Advertisement