ভুয়ো খবরকে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি বলে চিহ্নিত করে সংসদের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে। কমিটির দাবি অনুযায়ী, ভুয়ো খবরের জেরে শুধু জনসাধারণের জীবন-শৃঙ্খলা নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ নিয়ে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সভাপতিত্বে তৈরি করা এই রিপোর্ট ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা পড়েছে। শীতকালীন অধিবেশনে তা আলোচনার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দেশের সব প্রিন্ট, ডিজিটাল এবং বৈদ্যুতিন সংস্থার জন্য বাধ্যতামূলকভাবে ফ্যাক্ট চেক মেকানিজম চালু করতে হবে। পাশাপাশি প্রত্যেক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ লোকপালের ব্যবস্থা রাখতে হবে।
Advertisement
রিপোর্টে সুপারিশ করা হয়েছে—
ভুয়ো খবর পরিবেশনের ক্ষেত্রে শাস্তি, সংশোধন ও জরিমানা বাড়ানো।
সম্পাদক, কনটেন্ট প্রধান ছাড়াও মালিক এবং প্রকাশকদেরও দায়বদ্ধ করা।
ভুয়ো খবর ছড়ালে কোম্পানি এবং প্ল্যাটফর্মগুলোকেও দায়ী করা।
বিদ্যমান আইন ও নিয়মে শাস্তিমূলক ধারাগুলির সংশোধন আনা।
Advertisement
কমিটি বলেছে, সীমান্তবর্তী এলাকায় ভুয়ো খবর চিহ্নিত করা আরও কঠিন কাজ। তাই জাতীয় স্তরে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে বহু-পাক্ষিক সহযোগিতার সুপারিশও করা হয়েছে। ফরাসি আইনের মতো নির্বাচনী ভুয়ো খবর মোকাবিলার বিশেষ বিধান আনার কথাও বলা হয়েছে। সেই সংগঠনে আইন বিশেষজ্ঞদের পাশাপাশি তথ্য ও সম্প্রচার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
ভুয়ো খবরের পাশাপাশি এআই-এর অপব্যবহার নিয়েও উদ্বেগ জানিয়েছে সংসদীয় কমিটি। বিশেষত মহিলাদের ও শিশুদের নিয়ে ভুয়ো কনটেন্ট তৈরিতে এআই-এর ব্যবহার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তাঁরা।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স-এ লিখেছেন, ‘আমরা ভারতকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বা থাইল্যান্ডের মতো হতে দেব না। জাতি-বিরোধী শক্তির এজেন্ডা রুখতে ভুয়ো খবরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভুল তথ্য রোধ করতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তাই সাধারণ ঐক্যমতের ভিত্তিতে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
Advertisement



