কোভিড ভ্যাকসিন নেওয়ার পর জানা গেল বলিউড অভিনেতা পরেশ রাওয়াল কোভিডে আক্রান্ত। হেরা ফেরি খ্যাত বাবুরাও গণপতরাও আপ্তে তাঁর টুইটার পােস্টে লেখেন দুর্ভাগ্যক্রমে আমি কোভিড পজিটিভ। গত ১০ দিনের মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরােধ করছি।
চলতি মাসের প্রথম দিকে ৬৫ বছর বয়সী অভিনেতা কোভিডের প্রথম ডােজটি নেন। নিজের সােশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পােস্ট করে পরেশ লেখেন ভি ফর ভ্যাকসিন। সব ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন হেলথ কর্মীদের এবং বিজ্ঞানীদের ধন্যবাদ। দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।
Advertisement
এর আগে অভিনেতা কার্তিক আরিয়ান, রণবীর কাপুর, রােহিত শরফেরও কেভিড টেস্ট পজিটিভ আসে। মারণ ভাইরাসে প্রথম দিকেই আক্রান্ত হয়েছিলেন অমিতাভ-অভিষেক, অর্জুন কাপুর, মালাইকা অরােরা, আমির খানও। গায়িকা কনিকা কাপুর প্রথম বলিউড সেলিব্রিটি যিনি করােনা আক্রান্ত হয়েছিলেন।
Advertisement
Advertisement



