• facebook
  • twitter
Friday, 9 May, 2025

‘পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র’, রাষ্ট্রসঙ্ঘে তোপ ভারতের

একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন যে, গত তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা করল ভারত। রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে একটি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে অভিহিত করলেন ভারতের প্রতিনিধি যোজনা প্যাটেল। তিনি পহেলগামের জঙ্গি হামলা প্রসঙ্গে বলতে গিয়ে এই ঘটনাকে মুম্বই হামলার সমতুল্য বলে অভিহিত করেছেন। সেই অভিযোগের আকাট্য প্রমাণ হিসেবে দিল্লির কাছে সবচেয়ে বড় অস্ত্র পাক প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি।

সম্প্রতি নিউ ইয়র্কে গঠিত হয়েছে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্তদের সংগঠন ভিটিএটি। তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল। তিনি এদিন এই অনুষ্ঠানে নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন। যোজনা অভিযোগ করেছেন, সীমান্ত পারের সন্ত্রাসের শিকার ভারত। সম্প্রতি সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য থেকে স্পষ্ট, পাকিস্তান দশকের পর দশক ধরে কীভাবে সন্ত্রাসে মদত দিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করে নিয়েছেন যে, গত তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। খোয়াজার এই বিস্ফোরক মন্তব্য বিশ্ববাসীর কাছে পাকিস্তানের মুখোশ কার্যত খুলে দিয়েছে। অতি সম্প্রতি পহেলগামে হামলার পর বিদেশসচিব বিক্রম মিস্রিও জি-২০ গোষ্ঠীর সদস্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দিল্লি এই জঙ্গি হামলায় পাক যোগের নানা তথ্য বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের কূটনৈতিক যুদ্ধ শুরু করে দিল ভারত। সেই কাজে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চকেই বেছে নেওয়া হল। ‘পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে তোপ দাগলেন ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি।