• facebook
  • twitter
Tuesday, 13 May, 2025

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করল ভারত

সংবাদমাধ্যমের একাংশের দাবি, পহেলগাম কাণ্ডের পর জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগেই আসিফের এক্স অ্যাকাউন্ট 'ব্লক' করা হয়েছে।

ফাইল চিত্র

পহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করেছিল ভারত। তারপর আরও একধাপ এগিয়ে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে কেন্দ্র। এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের এক্স হ্যান্ডল ‘ব্লক’ করল ভারত সরকার। কেন তাঁর অ্যাকাউন্ট ‘ব্লক’ করা হল, তা নিয়ে অবশ্য সরাসরি কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের একাংশের দাবি, পহেলগাম কাণ্ডের পর জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগেই আসিফের এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করা হয়েছে।

এর আগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছিল কেন্দ্র। ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর, উসকানিমূলক, সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচার করার অভিযোগে সোমবার মোট ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ছ’কোটি। ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলি খুললেই ভেসে আসছে একটি বার্তা। তাতে লেখা রয়েছে, ‘এটি এই দেশে এখন উপলব্ধ নয়। জাতীয় নিরাপত্তার কারণে সরকার এই নির্দেশ দিয়েছে।’

পহেলগাম কাণ্ডের পর থেকেই বার বার আসিফকে মুখ খুলতে দেখা গিয়েছে। কখনও ‘আন্তর্জাতিক তদন্তের’ দাবিতে সরব হয়েছেন, আবার কখনও পাকিস্তানের সেনা বাহিনীর তৈরি থাকার কথা বলেছেন। পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যবহারের কথাও বলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, ‘আমরা আমাদের বাহিনীকে তৈরি রাখছি।’ কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের মন্তব্য তিনি করেছেন, তার ব্যাখ্যা অবশ্য খোয়াজা দেননি। তিনি বলেন, ‘ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে পাকিস্তান সেনা বাহিনী সরকারকে জানিয়েছে।’ আর এই মন্তব্যের পরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দিল ভারত।