• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজস্থানে উদ্ধার পাক তরুণ-তরুণীর মৃতদেহ

ভারত-পাক সীমান্তে দুই পাকিস্তানি নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। জয়সলমেরের সীমান্ত লাগোয়া গ্রাম থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভারত-পাক সীমান্তে দুই পাকিস্তানি নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। জয়সলমেরের সীমান্ত লাগোয়া গ্রাম থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই দুই পাক তরুণ-তরুণী কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত থেকে ১২ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল ওই দুজন। তাদের পকেট থেকে পাকিস্তানের পরিচয়পত্র ও সিম কার্ড মিলেছে। ঘটনার তদন্তে জয়সলমের পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে, খিদে ও তৃষ্ণার কারণেই ওই জুনের মৃত্যু হয়েছে। তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বিনা পাসপোর্টে কীভাবে তারা ভারতে ঢুকল, কী উদ্দেশ্য ছিল তাদের সেসবের কিনারা করছে পুলিশ। মৃতদেহ দেখে মনে করা হয়েছে, অন্তত তিন চারদিন আগে মৃত্যু হয়েছে ওই দুজনের। এক বালিয়াড়ির উপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বিএসএফ-র ইন্সপেক্টর জেনারেল এমএল গর্গ জানিয়েছেন, ভারত-পাক সীমান্তে ওই দুজনের প্রবেশের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় কারও পায়ের ছাপও পাওয়া যায়নি। তাহলে পাকিস্তানের তরুণ-তরুণী কীভাবে ভারতে প্রবেশ করল এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

পহেলগাঁওয়ে হামলার পর ভারতের পাক সীমান্তগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটসাঁট করা হয়েছে। কিছুদিন আগে রাজস্থান থেকে কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ছিল। মৃত দুজন পাক নাগরিক চরবৃত্তির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

Advertisement