বিস্ফোরণে উড়ে গেল পহেলগাম হামলায় যুক্ত পাক লস্কর জঙ্গি আসিফের বাড়ি। জম্মু-কাশ্মীরের ত্রালে বাড়ি ছিল আসিফের। সেই বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আরেক লস্কর-ই-তৈবা জঙ্গির আসিফের বাড়িটি শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবারই বিহার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাঁদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।’ মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লস্কর জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হল।
Advertisement
২২ এপ্রিলের জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত ছিলেন, তাঁর মধ্যে দু’জন কাশ্মীরেরই বাসিন্দা। একজনের নাম আদিল গুরে ও অন্যজনের নাম আসিফ শেখ। আদিল অনন্তনাগের বাসিন্দা। আসিফের বাড়ি জম্মু-কাশ্মীরের ত্রালে। সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দা হওয়ায় পহেলগাঁও এবং বৈসরনের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা ছিল আদিল ও আসিফের। স্থানীয় এই দুই জঙ্গির খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশ।
Advertisement
পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় আসিফ শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। ফাঁকা বাড়িতে থাকা বেশ কিছু সরঞ্জাম দেখে তাঁদের সন্দেহ হয়। বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসার পরেই বিরাট বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি। সূত্রের খবর, ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল আসিফ। তিন বছর ‘নিখোঁজ’ থাকার পর আবার কাশ্মীরে ফিরে আসেন তিনি। তারপর থেকে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি।
অন্যদিকে ২০১৮ সালেই আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল পহেলগাম কাণ্ডের আর এক জঙ্গি আদিল। তার পর সেখানে দীর্ঘ সময় কাটিয়ে কাশ্মীরে ফিরে আসেন তিনি। তার পর তাকে মাঝেমধ্যেই দক্ষিণ কাশ্মীরে যেতে দেখা যেত।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। সেই ঘটনায় পাক জঙ্গিদের পাশাপাশি আসিফ এবং আদিলের নাম উঠে এসেছে। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে। নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে রেয়াত করা হয়নি। এই ঘটনার পর থেকেই দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক।
Advertisement



