• facebook
  • twitter
Monday, 7 October, 2024

সেমিফাইনালে সিন্ধু

দিল্লি, ২ ফেব্রুয়ারি- শীর্ষ বাছাই তারকা পিভি সিন্ধু শুক্রবার ভারতীয় ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে পৌঁছে গেলেন। সিন্ধু এদিন উড়িয়ে দিলেন চার নম্বর স্প্যানিশ তারকাকে।কোয়ার্টার ফাইনালে অবশ্য কিছু লড়াই করতে হয়েছিল সিন্ধুকে। পঁয়ত্রশ মিনিটের ম্যাচে তিনি হারান বিশ্বের ৩৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা তারকাকে ২১-১২, ১৯-২১, ২১-১১ পয়েন্টে। সিন্ধু শেষ চারের খেলায় মুখোমুখি হবেন তৃতীয় বাছাই রাটাচননক

সেমিফাইনালে সিন্ধু

দিল্লি, ২ ফেব্রুয়ারি- শীর্ষ বাছাই তারকা পিভি সিন্ধু শুক্রবার ভারতীয় ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে পৌঁছে গেলেন।

সিন্ধু এদিন উড়িয়ে দিলেন চার নম্বর স্প্যানিশ তারকাকে।কোয়ার্টার ফাইনালে অবশ্য কিছু লড়াই করতে হয়েছিল সিন্ধুকে। পঁয়ত্রশ মিনিটের ম্যাচে তিনি হারান বিশ্বের ৩৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা তারকাকে ২১-১২, ১৯-২১, ২১-১১ পয়েন্টে।

সিন্ধু শেষ চারের খেলায় মুখোমুখি হবেন তৃতীয় বাছাই রাটাচননক ইনটাননের বিরুদ্ধে। অন্যদিকে ছেলেদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পরাজিত হলেন চিনের কুইও বিনের কাছে।

কোয়ার্টার ফাইনাল খেলায় কাশ্যপ হেরে গেলেন ১৬-২১, ১৮-২১ পয়েন্টে। অপর খেলায় অষ্টম বাছাই তারকা বি সাই প্রণিথ হারলেন তৃতীয় বাছাই চৌ তিয়েন চেনের কাছে ১৫-২১, ১৩-২১ পয়েন্টে।