কাশ্মীর জুড়ে ভারতীয় সেনা বাহিনীর ‘অপারেশন ত্রাসী’ অব্যাহত। কিশ্তওয়াড়ে বৃহস্পতিবারের পর শুক্রবারেও চলছে তল্লাশি অভিযান। কয়েকজন জঙ্গি ছত্রুর গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সকাল থেকেই ঘিরে রাখা হয়েছে জঙ্গল। চলছে সেনা অভিযান। মনে করা হচ্ছে, জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে গিয়েছে।
ছত্রুর জঙ্গলে আরও ৩-৪ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেই জঙ্গির খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযানে রয়েছে সেনার প্যারা কমান্ডো, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফ। শুক্রবার ভোরের আলো ফুটতেই তল্লাশির গতি আরও বাড়ানো হয়েছে বলে সেনা সূত্রে খবর। এমনিতেই ছত্রুর জঙ্গল খুবই দুর্গম। এই জঙ্গলে তল্লাশির পাশাপাশি সিংপোরা ও বেঘপোরা গ্রামেও তল্লাশি জারি রয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার কয়েক জন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তার পরই কিশ্তওয়াড়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। ‘দ্য হোয়াইট নাইট কোর’ এক্স হ্যান্ডলে জানায় যে, অভিযান চলাকালীন জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। এভাবে বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। অভিযানে এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। পূর্বে শোপিয়ান ও ত্রালে দু’টি পৃথক অভিযানে ছয় জঙ্গিকে নিকেশ করেছিল পাক সেনা। শোপিয়ান, ত্রালের পর এ বার কিশ্তওয়াড়েও দুই জঙ্গি নিহত হয়েছে।