• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অপারেশন সিঁদুর-এ শুধুমাত্র জঙ্গিঘাঁটি নিশানা ছিল, সাধারণ নাগরিক বা প্রতিরক্ষা পরিকাঠামো নয় : সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

শনিবার মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেছেন স্থল সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

অপারেশন সিঁদুর-এ শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ভারতীয় সেনা।  সে দেশের কোনও সাধারণ নাগরিক বা প্রতিরক্ষা সংক্রান্ত পরিকাঠামোয় আক্রমণ হানা হয়নি। এটাই হল পাকিস্তান সেনার সঙ্গে ভারতীয় সেনার পার্থক্য। শনিবার মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেছেন স্থল সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 

 
মধ্যপ্রদেশের রেওয়া সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র স্থল সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান যে কাজ করে, ভারত তা করে না। গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনও সাধারণ নাগরিক যাতে এই অভিযানে লক্ষ্যবস্তু না হন সেদিকে সতর্ক ছিল ভারতীয় সেনা। এমনকি নামাজ পড়ার সময় বা কোনও প্রার্থনা চলাকালীন যাতে হামলা না করা হয় সেদিকে সব সময় খেয়াল রাখা হয়েছিল। 
 
জেনারেল দ্বিবেদী বলেন, প্রযুক্তির সঙ্গে নীতি – এই দুই শক্তির সাহায্যে লড়াই করেছে ভারতীয় সেনা। তাই এই অভিযান সফল হয়েছে। শুধুমাতর জঙ্গিরাই ছিল ভারতীয় সেনার নিশানা। তিনি এদিন  সৈনিক স্কুলের পড়ুয়াদের দেশের কাজে ব্রতী হওয়ার আহ্বান জানান। 
 
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয় এর জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে সেনা অভিযান চালায় ভারত। ৬মে মধ্যরাত থেকে শুরু হয় ্অপারেশন সিঁদুর। চার দিনের এই অভিযানের শেষ হয় ১০মে ।

Advertisement

Advertisement