বেঙ্গালুরুতে প্রস্তাবিত টানেল রাস্তা প্রকল্প নিয়ে বিতর্ক অব্যাহত। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের কড়া বিরোধিতার পর এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। শনিবার তিনি বলেন, ‘তেজস্বী সূর্য চাইলে পরামর্শ দিতে পারে। কিন্তু আমাকে কেউ থামাতে পারবে না। আমায় থামাতে পারবেন একমাত্র ঈশ্বর।’
শিবকুমারের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বেঙ্গালুরুর যানজট নিরসনের লক্ষ্যে বহু প্রতীক্ষিত এই টানেল রাস্তা প্রকল্প শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের অভিযোগ, এই প্রকল্প ‘অযৌক্তিক’ ও ‘অর্থ অপচয়’। তাঁর মতে, শহরের পরিকাঠামোগত সমস্যা সমাধানে প্রথমে বিদ্যমান রাস্তা ও গণপরিবহনের উন্নয়ন করা উচিত।
Advertisement
এই মন্তব্যের জবাবে শিবকুমার জানান, ‘রাজ্যের মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে থাকেন। আমি তাঁদের জন্য কাজ করছি। কেউ যদি সত্যি শহরের উন্নয়ন চান, তাহলে সরকারের পথে বাধা না দিয়ে সহযোগিতা করা উচিত।’
Advertisement
তিনি আরও বলেন, ‘প্রকল্পটি পুরোপুরি প্রযুক্তিগতভাবে যাচাই করা হচ্ছে। পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে সমস্ত দপ্তরের মতামত নেওয়া হচ্ছে। উন্নয়ন থেমে থাকবে না।’
রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত টানেল রাস্তা হবে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ, যা বেঙ্গালুরুর দক্ষিণ, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলের যানচাপ অনেকটাই কমাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজট ৩০ শতাংশেরও বেশি হ্রাস পাবে বলে ধারণা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেঙ্গালুরু টানেল প্রকল্প এখন কর্ণাটক রাজনীতির অন্যতম বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে— যেখানে উন্নয়ন, পরিবেশ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ত্রিভুজ লড়াই স্পষ্ট হচ্ছে।
Advertisement



