• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

অন্ধ্রপ্রদেশে তৈলকূপে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড

পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা

ছবি: এএনআই

অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার একটি তৈলকূপে গ্যাস লিক করে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চূড়ান্ত উদ্বেগ ছড়িয়েছে। সোমবার সকালে গ্যাস লিকের পর আচমকাই আগুন ধরে যায় মোরি ক্ষেত্রের ‘মোরি–৫’ নামের ওই কূপে। ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল নামিয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন।

সংস্থার তরফে জানানো হয়েছে, তৈলকূপে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলাকালীন এই গ্যাস লিকের ঘটনা ঘটে। ওই তৈল কূপটির কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থা ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম বিষয়টি নজরে আনে। আগুন লাগার পর এলাকা ঘিরে ফেলা হয় এবং দ্রুত কুলিং অপারেশন শুরু হয়।

Advertisement

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কূপটি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী তৈলকূপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।’ সংস্থার বিপর্যয় মোকাবিলা দল এবং আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

Advertisement

সংস্থাটি আরও জানিয়েছে, কূপটি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আশপাশে প্রায় পাঁচশো থেকে ছ’শো মিটারের মধ্যে কোনও মানব বসতি নেই। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই বলে দাবি করা হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞ সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কূপ নিয়ন্ত্রণ ও কাঠামোগত কাটিংয়ের কাজ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নরসাপুরম-সহ কাছাকাছি এলাকা থেকে অতিরিক্ত যন্ত্রপাতিও আনা হচ্ছে।

এদিকে কোনাসীমা জেলার জেলাশাসক মহেশ কুমার জানিয়েছেন, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করছে। তাঁর কথায়, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কি না, তা বুঝতে অন্তত চব্বিশ ঘণ্টা সময় লাগতে পারে।’ তিনি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের গ্রামের স্কুলের পড়ুয়াদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জেলাশাসক স্পষ্ট করে বলেন, ‘মোরি–৫ কূপের সঙ্গে জাতীয় স্তরের কোনও গ্যাস পাইপলাইনের যোগ নেই। এটি একটি স্বতন্ত্র কূপ।’

Advertisement