ওমিক্রন সতর্ক করল ‘

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর মতে, নতুন করে কোভিড বিধির দিকে নজর দিতে হবে আমাদের। ভিড় করা, মাস্ক না পরা নিয়ে কড়া সতর্কতা ফেরাতে হবে।

Written by SNS Delhi | November 29, 2021 12:49 pm

প্রতীকী ছবি (Photo: SNS)

দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে শনিবার সকালেই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দক্ষিণ আফ্রিকায় সন্ধান মেলা কোভিডের নয়া স্ট্রেন নিয়ে আলোচনা হয়। বিপজ্জনক স্ট্রেনের নাম ওমিক্রন।

কোভিডের নয়া রূপ এই ওমিক্রন ভারতের জন্য সতর্কবার্তা, মনে করেন বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর মতে, নতুন করে কোভিড বিধির দিকে নজর দিতে হবে আমাদের। ভিড় করা, মাস্ক না পরা নিয়ে কড়া সতর্কতা ফেরাতে হবে।

তাঁর কথায়, মাস্ক হল ‘পকেট ভ্যাকসিন’। সৌম্যা স্বামীনাথনের কথায়, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞানসম্মত ভাবেই পদক্ষেপ নিয়ে এগোতে হবে।