• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

এবার ময়ূরভঞ্জ, তিনদিনে তিনটি গণধর্ষণ ওড়িশায়

সোমবার ময়ূরভঞ্জ এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, অভিযুক্তেরা তাঁর পূর্বপরিচিত।

গোপালপুর, কেওনঝড়ের পর এবার ময়ূরভঞ্জ। ফের গণধর্ষণের অভিযোগ উঠল ওড়িশায়। সোমবার রাতে ময়ূরভঞ্জে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, অভিযুক্তেরা তাঁর পূর্বপরিচিত। মহিলার বাড়িতে সেই সময় কেউ ছিলেন না। তখনই বাড়িতে ঢুকে ওই চারজন তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। এই ঘটনার জেরে ময়ূরভঞ্জ জেলার বারিপদা থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে গোপালপুর ও কেওনঝড়েও গণধর্ষণের ঘটনা ঘটেছিল। তিনদিনে পরপর তিনটি গণধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ওড়িশা সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

বারিপদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আদিত্যপ্রসাদ জেনা জানিয়েছেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তেরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেপ্তার করা হবে বলে দাবি করেছেন ওই আধিকারিক। এর আগে রবিবার গোপালপুর সমুদ্রসৈকতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। তাঁর পুরুষবন্ধুকে বেঁধে রেখে তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর গত মঙ্গলবার কেওনঝড়ে এক তরুণীকে গণধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এবার ময়ূরভঞ্জে এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল।

News Hub