বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় হেনস্থার শিকার হলেন এক নাবালিকা। তিন অজ্ঞাতপরিচয় যুবক তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ওড়িশার নীমপড়ার বেয়াবার এলাকার ঘটনা। আপাতত ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কোথায় গেল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান?’ বিজেপিশাসিত সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মেয়েটি বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় ওই তিনজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তার পরেই মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালান তিন জন। দগ্ধ অবস্থায় রাস্তায় ছটফট করছিল মেয়েটি। কয়েক জন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর যায় পুলিশের কাছে। পরে মেয়েটিকে ভুবনেশ্বরে এমসে স্থানান্তর করা হয়েছে। জানা যাচ্ছে, মেয়েটির হাত-পা এবং গলা পুড়ে গিয়েছে। শরীরের অন্যান্য অংশেরও ক্ষতি হয়েছে। থানা মাত্র দেড় কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
Advertisement
মেয়েটির পরিবারের দাবি, এক বন্ধুকে বই দেওয়ার জন্য সকালে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি। বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তারা। পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি। পুরীর জেলাশাসক চঞ্চল রান বলেন, ‘বালান্দা থানার নিমপদা ব্লকে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। ১৫ বছরের এক কিশোরীর গায়ে আগুন লাগানো হয়েছে। সে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে। আমরা এইমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি যাতে ঠিক মতো চিকিৎসা হয়।’
Advertisement
এদিকে ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা এই ঘটনা প্রসঙ্গে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘অবিলম্বে অভিযুক্তদের ধরা হবে। আইনের মাধ্যমে তাঁদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। মেয়েটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে ওড়িশা সরকার।’ এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
এই ঘটনার পর ওড়িশার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব বিরোধীরা। পুরীর ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে, ‘এখন বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান কোথায় গেল? মহিলা কমিশন লুকোচ্ছে? নাকি তারা ভারতের কন্যাদের রক্ষা করার বদলে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে ব্যস্ত?’ একই পোস্টে প্রধানমন্ত্রী মোদীকেও খোঁচা দিয়েছে তৃণমূল। লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার হাতে রক্ত লেগে রয়েছে!’
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ”আবার ওড়িশাতে ১৫ বছরের একটি মেয়ে নির্যাতনের শিকার হল। তাকে পুড়িয়ে দেওয়া হল। প্রধানমন্ত্রীজি আপনি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বলেছিলেন একটা প্রকল্পে। এটা তো ‘বেটি পোড়াও’ প্রকল্প মনে হচ্ছে আমাদের। ওড়িশা সরকার, এটা কি আপনাদের সুশাসনের উদাহরণ? না কুশাসনের উদাহরণ? আর জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তারা কোথায়? যেখানে বিজেপি বাদ দিয়ে অন্যান্য দল ক্ষমতায় আছে, তারা কি শুধু সেখানে পৌঁছয়? বিজেপিশাসিত রাজ্যে তারা পৌঁছন না কেন? হঠাৎ উধাও হয়ে গেলেন, তাঁদেরকে আমরা দেখছি না। পুরীতে যে ১৫ বছরের মেয়েকে পুড়তে হল, এটা কিন্তু ‘ক্রিমিনাল নেগলিজেন্স’। এই অবহেলা কিন্তু শাস্তির দাবি রাখে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে।”
প্রসঙ্গত, দিনকয়েক আগে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে ওড়িশার বালেশ্বরের কলেজে গায়ে আগুন দেন এক ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হত্যা’ বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের মতো একাধিক দাবিতে বৃহস্পতিবার বন্ধের ডাক দেয় সিপিএম, বিজেডি, কংগ্রেস-সহ আটটি দল।
Advertisement



