• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওড়িশায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার অটোচালক

বিজেপিশাসিত ওড়িশায় ফের নারী নির্যাতনের অভিযোগ উঠল। এবার এক অটোচালকের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।

বিজেপিশাসিত ওড়িশায় ফের নারী নির্যাতনের অভিযোগ উঠল। এবার অটোচালকের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ন্যক্কারজনক এই কাজে বাধা দিতে গেলে তাকে পুড়িয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সোমবার ওড়িশা পুলিশের তরফে ঘটনাটি সামনে আনা হয়েছে। এই ঘটনাটি ৮ আগস্ট ঘটলেও পুলিশের অভিযোগ দায়ের হয়েছে গত সপ্তাহে। সূত্রের খবর, নাবালিকা ভয় পেয়ে যাওয়ার কারণেই পরিবারকে ঘটনাটি প্রথমে জানায়নি।

অভিযোগ অনুযায়ী, ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে জগৎপুর থেকে বাদামবাদি যাচ্ছিল। শিকারপুরে অটোটি পৌঁছলে নাবালিকা অটোচালকের কাছে জল আছে কি না জানতে চায়। অটোচালকের কাছে জল না থাকা নাবালিকা ও তার বন্ধ অটো দাঁড় করাতে বলে। এরপর নাবালিকার বন্ধু জল আনতে অটো থেকে নেমে যায়। নির্যাতিতার অভিযোগ, সেই সময় ওই অটোচালক তাকে যৌননিগ্রহ করে। নাবালিকা বাধা দিতে গেলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়।

Advertisement

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নাবালিকা ভয় পেয়ে যায়। সেই কারণে এই নির্যাতনের কথা কয়েকদিন পর নাবালিকা তার পরিবারকে জানায়। এরপর নাবালিকার পরিবার চাউলিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়েছে।

Advertisement

কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ খিলাড়ি হৃষিকেশ ধ্যানদেও বলেন, ‘নির্যাতিতার পরিবার চাউলিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর আমাদের বিশেষ দল তদন্ত শুরু করে। এরপর নাবালিকা মেডিক্যাল টেস্ট করা হয়। তদন্তপ্রক্রিয়া চলাকালীন নির্যাতিতা পুলিশকে পুরোপুরি সাহায্য করেছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে অটোচালককে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

Advertisement