• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার হরিয়ানা ও মহারাষ্ট্রে আটক আরও বাঙালি

বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে আটক গোপালনগরের বাসিন্দা বিবেক গোস্বামীর বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। পরিবার সূত্রে খবর, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। এতে সমস্যায় পড়েছেন ভিনরাজ্যের বাঙালি শ্রমিকরা। এর আগেও দিল্লিতে একধিক শ্রমিককে গ্রেপ্তারের খবর সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। কিছুদিন আগে এ নিয়ে প্রতিবাদ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তৃমমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহু এ নিয়ে অনেক দিন থেকে অভিযোগ করে আসছেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে। এবার বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্র থেকে আটক করা হয়েছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের একাধিক যুবককে। তাঁদের পরিবার অভিযোগ করেছে বাড়ির ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

অন্যদিকে, হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আলি শেখ, বসির আলি শেখ, অনাছ শেখ, বাপ্পা শেখ-সহ আরও কয়েকজন। এরা প্রত্যেকেই চাপড়ার বেদবেড়িয়া, গোয়ালডাঙা, বড় বালিডাঙার বাসিন্দা। তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনের।

Advertisement

তাঁদের পরিবারের দাবি, মাতৃভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার কারা হয়েছে। ভারতীয় পরিচয়পত্রের প্রমাণ দেওয়ার পরেও কেন তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানাতে চাইছে পরিবারের লোকজন। জানা গিয়েছে, চাপড়া থানার পুলিশের সহযোগিতায় ভোটার কার্ড, আধার কার্ড-সহ একাধিক নথি পাঠানো হলেও ওই পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়নি।

Advertisement

পাশাপাশি, বাংলা থেকে মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক রানাঘাট থানার রায়নগর মাঠপাড়ার নয়ন ও মণিশঙ্কর বিশ্বাস। পরিবারের অভিযোগ, গত ৭ মাস ধরে মহারাষ্ট্রের সংশোধনাগারে তাঁকে বন্দি করে রাখা হয়েছে। কেন তাঁদের গ্রেপ্তার করা হয়েছে তা জানা নেই বাবা নিশিকান্ত বিশ্বাস ও মা পুষ্প বিশ্বাসের।

অন্যদিকে, বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে আটক গোপালনগরের বাসিন্দা বিবেক গোস্বামীর বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। পরিবার সূত্রে খবর, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার এও দাবি করেছে, পুলিশ ছেড়ে দিলেও ছেলের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। বাংলায় কথা বললে ভিনরাজ্যে কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এর উৎস জানতে চেয়ে আগামী দিনে মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন মমতা ঠাকুর।

Advertisement