তিনমাস বেতন হয়নি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ জেট এয়ারওয়েজের বিমান চালকরা

তিনমাস বেতন হয়নি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ জেট এয়ারওয়েজের বিমান চালকরা

Written by SNS March 23, 2019 8:07 am

জেট এয়ারোয়েজ(ছবি- ফেসবুক)

দিল্লি,২২মার্চ- বহুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছে দেশের অন্যতম বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। এবার তিন মাসের বেতন না পাওয়ার কথা জানা গেল স্বয়ং জেটের বিমান চালক ও ইঞ্জিনিয়ারদের মুখেই। আর কোনও উপায় না দেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই নিজেদের সমস্যার কথা জানিয়ে চিঠি লিখেছেন জেটের বিমান চালক ও ইঞ্জিনিয়াররা। সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা আবেদন করেছেন, যত দ্রূত সম্ভব এই সমস্যার সমাধানের জন্য। জেটের বিমানচালকদের ট্রেড ইউনিয়ন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (ন্যাগ)- এর তরফে প্রধান্মন্ত্রীর কাছে ঐ চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আশঙ্কা করছি যে কোনও মুহূর্তে এই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে। এরকম হলে হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বে। জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গেলে বিমানের সংখ্যা কমে যাবে। ফলে ভাড়া বাড়বে। ফলে যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হবে। আপনি ব্যবস্থা নিন ।’ এর আগে জেট এয়ারওয়েজের পাইলটরা হুমকি দিয়েছিলেন, ৩১মার্চ পর্যন্ত বকেয়া বেতন না দেওয়া হলে ১এপ্রিল থেকে তারা আর কাজ করবেন না। প্রধানমন্ত্রী ও অসামরিক বিমানমন্ত্রী কে লেখা চিঠিতে এও লেখা রয়েছে, ‘বিমান সংস্থার চালক ও ইঞ্জিনীয়াররা প্রায় তিনমাস ধরে বেতন পাননি। বাকি সবাই বেতন পেয়েছেন। আমরা বারবার সংস্থাকে জানিয়েছি।কিন্তু কোনো সুরাহা হয়নি।এই অবস্থার ফলে চালক ও ইঞ্জিনীয়ারদের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত চালকরা নিজেদের কর্তব্য করছেন। বিমান ওড়াচ্ছেন তাঁরা। ফলে এখনো বিমান সংস্থা চলছে। কিন্তু এভাবে আর কতদিন? পাইলটরা মানসিকভাবে বিপর্যস্ত। এই অবস্থায় যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও সমস্যা হোক, সেটা কোনোভাবেই আমরা চাই না।’