টিকাকরণে গতি আনতে কেন্দ্রের নয়া নির্দেশিকা। অনলাইনে নাম নথিভুক্ত ছাড়াও মিলবে করােনা টিকা। এবার থেকে ১৮-৪৪ বছর বয়সিরা টিকাকরণের জন্য অ্যাপে নাম নথিভুক্তকরণের পাশাপাশি সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও টিকা পেতে পারবেন।
সােমবার প্রকাশিত এক সরকারি নির্দেশিকাতে এ কথা জানানাে হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকাতে বলা হয়েছে, আগে থেকে অ্যাপে নাম নথিভুক্ত করার পরে কোনও ব্যক্তি যদি সময়মতাে সরকারি টিকাকরণ কেন্দ্রে হাজির হতে না পারেন, তবে সেই ‘অব্যবহৃত টিকা’ ওই কেন্দ্রে উপস্থিত নাম নথিভুক্ত না করা ব্যক্তিকে দেওয়া যেতে পারে।
Advertisement
সরকারি ওই টিকাকরণ কেন্দ্রে তাৎক্ষণিক ভাবে নয়া টিকা প্রাপকের নাম নথিভুক্ত করা যাবে। এমনকি যদি সংশ্লিষ্ট টিকাকরণ কেন্দ্রে ইন্টারনেট সংযােগ নাও থাকে, তবুও নাম নথিভুক্ত করা যাবে বলে জানানাে হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকাতে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানানাে হয়েছে।
Advertisement
Advertisement



